শারীরিক সম্পর্কের পর বিয়েতে না, প্রেমিকের বাড়ির সামনে ধরনায় যুবতি
🎬 Watch Now: Feature Video
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর যোগাযোগ না করায় প্রেমিকের বাড়িতে ধরনায় বসল যুবতি । রানিতলা থানা এলাকার কোলান কাশিপুরের ঘটনা । তার দাবি , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিল শামিম । সে বলে , " আমাদের আলাপ সোশাল মিডিয়ায় । প্রায় আট মাস ধরে সম্পর্ক রয়েছে । কিন্তু হঠাৎ করেই সে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে । যদি বিয়ে না করে তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনও বিকল্প পথ থাকবে না ।"