Man arrested for allegedly taking obscene pictures : বাসের মধ্যে ছাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক এক ব্যক্তি - Man arrested for allegedly taking obscene pictures
🎬 Watch Now: Feature Video
চলন্ত বাসের মধ্যে কলেজ ছাত্রীর ছবি তুলে শ্রীঘরে এক ব্যক্তি (A man arrested for allegedly taking obscene pictures)। মঙ্গলবার কলেজ যাওয়ার উদ্দেশ্যে যশোর রোড-মাইকেল নগর থেকে বারাসাত-হাওড়া রুটের একটি বেসরকারি বাসে ওঠেন এক কলেজ ছাত্রী। অভিযোগ, বাস কিছুটা এগোতেই বছর 50- এর এক ব্যক্তি ওই কলেজ ছাত্রীর ছবি তুলতে থাকে। সঙ্গে সঙ্গে তা দেখে ফেলে বাসের মধ্যে থাকা অন্য এক পুরুষ যাত্রী। এরপরেই বাসের অন্য মহিলা ও পুরুষ যাত্রীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মোবাইল ফোনটি কেড়ে নেন। সেখানে দেখা যায় কলেজ ছাত্রীর ছবি তুলেছেন ওই ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তিকে এয়ারপোর্ট 1নং বাসস্টপে নামিয়ে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। এয়ারপোর্ট থানার পুলিশ ওই অভিযুক্ত যাত্রীকে আটক করেছে ৷