Fire in Jamuria Asansol : জামুড়িয়ায় আগুনে ভস্মীভূত বাড়ি - Fire in Jamuria Asansol

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 18, 2022, 9:54 AM IST

রবিবার গভীর রাতে জামুড়িয়া পৌরসভার 5নং ওয়ার্ডের বাগান‌ ধাওড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি (A House was Burnt Down in Fire in Jamuria Asansol) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ৷ একটি ইঞ্জিন চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে, স্থানীয়দের অভিযোগ দমকলের গাড়ি দেরিতে এসেছে পৌঁছনোয় বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ সময়ে এলে তা আটকানো যেত বলে দাবি করেছে স্থানীয়রা ৷ জানা গিয়েছে, ওই বাড়ির বাসিন্দা কর্মসূত্রে বাইরে গিয়েছেন ৷ দূর্ঘটনার সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না ৷ কী কারণে আগুন লেগেছে ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.