HS Result 2022 : উচ্চমাধ্যমিক সাফল্যের আকাশছোঁয়া হারের মধ্যেও ব্যতিক্রমী দুর্গাপুরে, অকৃতকার্য একই স্কুলের 80! - দুর্গাপুরের ওল্ড গার্লস স্কুল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 11, 2022, 8:43 PM IST

পাশ করানোর দাবিতে দুর্গাপুরের ওল্ড গার্লস স্কুলে তুমুল বিক্ষোভ অকৃতকার্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের (80 students from same school in durgapur failed in HS examination 2022)। পরিস্থিতি সামাল দিতে কোকওভেন থানার পুলিশ এলে পুলিশকেও ঘিরে ধরে চলে বিক্ষোভ। স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা রায়কে বারবার জিজ্ঞাসা করা হয় স্কুলে কতজন এবছর পরিক্ষা দিয়েছিলেন ৷ কিন্তু তিনি এ বিষয়ে কোনও কিছু বলবেন না বলে জানান ৷ প্রায় 70-80 জন রয়েছে এই আন্দোলনে ৷ তাদের অভিযোগ, স্কুলের গাফিলতির জন্যই তারা আজ এই সমস্যায় পড়েছে। আরও অভিযোগ যে প্রজেক্ট তারা জমা দিয়েছিল স্কুলে তাতেই কিছু বেনিয়ম ঘটেছে আর তার জেরেই এই বিপত্তি। স্কুল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে অকৃতকার্য ছাত্রীদের চলতি মাসের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথাও নাকি বলেছে বলে দাবী আন্দোলনে থাকা ছাত্রীদের। বিদ্যালয়ের একজন ছাত্রী এই অকৃতকার্য হওয়ার কারণে আত্মহত্যারও চেষ্টা করে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় অন্য ছাত্রীরা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.