Rs 500 Note: ড্রেনে ভেসে এল 500 টাকার নোটের বান্ডিল, কুড়োতে ব্যস্ত এলাকাবাসী - ড্রেনে ভেসে এল বান্ডিল বান্ডিল 500 টাকার নোট
🎬 Watch Now: Feature Video
ড্রেনে ভেসে এল বান্ডিল-বান্ডিল 500 টাকার নোট সেই সঙ্গে হিড়িক উঠেছে কুড়ানোরও (500 Rs Note Floating at Kankasa Drain in Paschim Bardhaman)। এত নোট দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। নিমেষের মধ্যে ড্রেন থেকে উধাও সেই টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তারপরেই সন্ধ্যায় কাঁকসার কালিনগর এলাকার একটি ড্রেনে বান্ডিল-বান্ডিল 500 টাকার নোট ভেসে আসে। ভিড় জমে যায় এলাকা জুড়ে। সেই টাকা কুড়াতেও শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কোথা থেকে এলো এত টাকা তার তদন্তে পুলিশ।