50 feet National Flag: পঞ্চাশ ফুটের জাতীয় পতাকা ঘিরে হইচই হাওড়ায় - 50 feet National Flag
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16032026-thumbnail-3x2-azadi.jpg)
স্বাধীনতার 75তম বর্ষে দেশজুড়ে পালিত হবে 'আজাদি কি অমৃত মহোৎসব' ৷ আর এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এখন সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (50 feet National Flag to be hoisted in Howrah on Independence day)। হাওড়া সাঁতরাগাছি এলাকায় দক্ষিণের সকালবেলা নামের একটি ক্লাব স্বাধীনতার 75 তম বর্ষে তৈরি করতে চলেছে 50 ফুটের জাতীয় পতাকা । সাঁতরাগাছি বিএনআর ময়দানে আগামী 15 অগস্ট উড়বে ওই 50 ফুটের তেরঙা । স্থানীয় দর্জি তাপস দে তৈরি করছেন বিশালাকার তেরঙা । তিনি জানান, ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নিয়ে তাঁকে ওই পতাকা তৈরি করে দেওয়ার অনুরোধ করেন । শোনার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান । মাত্র পাঁচ ঘণ্টার চেষ্টাতেই তিনি বানিয়ে ফেলেন পঞ্চাশ ফুটের পতাকা। বিশালাকার পতাকা তৈরি করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তাপস দে । স্বাধীনতা দিবসের দিন সকালে এই পতাকা সাঁতরাগাছি রেলের বিএনআর মাঠে ওড়াবেন ক্লাবের সদস্যরা ।
Last Updated : Aug 6, 2022, 6:31 PM IST
TAGGED:
50 feet National Flag