Cows Died: ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত 11টি গরু - গরুর পালের মধ্যেও একটি বাজ পড়ে
🎬 Watch Now: Feature Video
চুনাপাড়া গ্রামবাসীদের গরু চরানোর জন্য এলাকারই এক জঙ্গলের কাছে নিয়ে গিয়েছিল বাগাল ৷ সেই সময় হঠাৎ প্রবল বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় । গরুর পালের মধ্যেও একটি বাজ পড়ে (Lightning in Jhargram)। যার ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় 11টি গরুর এবং আরও 3টি গরু অসুস্থ (11 Cows Died Due to Lightning)। গরুর পাল থেকে বাগাল দূরে থাকায় বজ্রপাতের হাত থেকে তিনি রক্ষা পান। ছয় থেকে সাত জন মালিকের গরু রয়েছে। গ্রামবাসীরা জানান, একটা বড় ক্ষতি হয়ে গেল ৷ যদি প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনও ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমরা উপকৃত হব। ঘটনার পরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়।