Bengal Civic Polls Result 2022: ডানকুনির 4 নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী হাসান মণ্ডল - পৌরভোট গণনা
🎬 Watch Now: Feature Video
গণনা চলছে ৷ হুগলি জেলার 12টি পৌরসভার বেশ কয়েকটি ইতিমধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরপাড়ায় বামপ্রার্থী এবং ডানকুনিতে একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ৷ চাঁপদানিতে ফল ঘোষণার আগেই তৃণমূল কর্মী, সমর্থকেরা সবুজ আবির মেখে বিজয়োৎসব পালন করতে শুরু করেছেন ৷ ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী হাসান মণ্ডল বলেন, "বিরোধীরা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে ৷" তাঁর অভিযোগ প্রতিপক্ষ দল তাঁর সহযোগীদের টাকার বিনিময়ে কেড়ে নিয়েছে ৷ তিনি 1 হাজার 939 ভোটে জয়লাভ করেছেন (TMC Candidate wins in Dankuni Municipality 4 number ward) ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST