Sukanta Majumder campaigning: বালিগঞ্জে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে সুকান্ত মজুমদার - Sukanta Majumder campaigning
🎬 Watch Now: Feature Video
"এখন রাজ্যে পুলিশ যদি নিরপেক্ষ কাজ করে। তা হলে কয়েক লক্ষ বোম-বন্দুক গুলি পাওয়া যাবে ৷" সোমবার বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সমর্থনে বালিগঞ্জ বিধানসভার কাকুলিয়ায় প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder campaigning for BJP candidate Keya Ghosh)। তিনি আরও বলেন, "বিজেপিশাসিত সব রাজ্যে পেট্রলের দাম সব থেকে কম। দেশকে দেউলিয়া থেকে বাঁচাতে কড়া পদক্ষেপ নিতে হয়। না হলে শ্রীলঙ্কার মত অবস্থা হবে। আন্তর্জাতিকস্তরে তেলের দাম বৃদ্ধির ফলেই এই দাম বৃদ্ধি। রাজ্য সরকারকে বলুন ট্যাক্স কমাতে।" আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেন, "মূল অভিযুক্ত আপনারা যাকে বলছেন। তিনি মূল অভিযুক্ত নয়। সে হচ্ছে স্টিভ অফ দ্যা আইস বার্গ। আমার কাছে তৃণমূলের অনেক বড় বড় নেতার ফোন রের্কড আছে। তার মধ্যে তৃণমূলের একজন সাংসদ ও একজন মন্ত্রীর ফোন রের্কড আছে। এই ভিসিকে সরানোর বিষয়ে চক্রান্ত করছে। তিনি কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা লুঠ হতে দিচ্ছে না। এই ঘটনায় বড় বড় মাথা আছে।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST