Sujan Chakraborty on Election Result : তৃণমুলের অপশাসন হঠাতে পারে একমাত্র বামপন্থীরাই : সুজন চক্রবর্তী - তৃণমুলের অপশাসন হঠাতে পারে একমাত্র বামপন্থী
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গের চার পৌরনিগমের ভোটে সবুজ ঝড় (left congress bjp defeated by tmc in four municipal corporation election) ৷ শাসকদল বিজয়রথের দৌড় অব্যাহত রাখলেও রাজনৈতিক অঙ্কের অন্য সমীকরণও সামনে আসছে । সমীকরণ বলছে বিজেপিকে টপকে ভোটের শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট । সেই পরিসংখ্যানেই উচ্ছ্বসিত সিপিএমের নেতা-কর্মীরা ৷ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, রাজ্যে তৃণমূলের একমাত্র বিকল্প বামপন্থীরাই ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST