জীবনতলায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন - চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন
🎬 Watch Now: Feature Video
চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার দেউলি 2 গ্রাম পঞ্চায়েতের ঘুটরি এলাকায় ঘটনা । মৃতের নাম ছোটন তরফদার(23)। ইতিমধ্যেই এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ এলাকায় একটি ভেড়িতে গিয়েছিল ছোটন ৷ তখনই ওই ভেড়ির মালিক ও তার কয়েকজন সঙ্গী মিলে ছোটনকে চোর সন্দেহে মারধর করে ৷ তাদের অভিযোগ মাছ চুরি করতেই এসেছিল ছোটন। স্থানীয় সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থান থেকে ছোটনকে উদ্ধার করে ৷ নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসকরা ছোটনকে মৃত বলে ঘোষণা করেন।