চন্দননগরে করোনা সচেতনতায় রাস্তায় ‘যমরাজ’ - covid awareness in chandannagar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 5, 2021, 3:58 PM IST

চন্দননগর স্ট্র্যান্ড রোডে গদা হাতে হাজির স্বয়ং যমরাজ ৷ করোনাকালে কাউকে যাতে যমালোকে না যেতে হয়, তাই নিয়ে সচেতন করতে এলেন তিনি । বিশ্ব পরিবেশ সচেতনতার দিন, চন্দননগরের রাস্তায় নেমে মানুষকে করোনা বিধি মানার এমনই অভিনব পন্থা নেওয়া হল । চন্দননগরের ব্রতচারী অঙ্গন, ফোসেট ও সবুজের অভিযান সহ কয়েকটি সংস্থা চন্দননগর স্ট্র‍্যান্ড রোড এলাকায় পথচলতি মানুষকে সচেতন করে ৷ তাঁদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ৷ একইসঙ্গে বেশ কিছু গাছও রোপন করা হয় । অনুষ্ঠানে গদা হাতে যমরাজের উপস্থিতি ও রণপায়ে ব্রতচারীর শিল্পীরা সকলের দৃষ্টি আকর্ষণ করেন । লক্ষ্য একটাই মানুষকে এই করোনাকালে সচেতন করা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.