Woman Bee Attack : মৌমাছির কামড়ে গুরুতর আহত মহিলা - Bankura News today
🎬 Watch Now: Feature Video
মৌমাছির কামড়ে (Bankura Bee Attack) রমা তালুকদার নামে এক মহিলা গুরুতর আহত হলেন (woman injured bee attack in bankura) । মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে টাক বাজার সংলগ্ন এলাকায় । আহত ওই মহিলার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে । স্থানীয় বাসিন্দা বুদ্ধিশ্বর মণ্ডল জানিয়েছেন, সকাল 9টা নাগাদ সাইকেলে আসার সময় টাক বাজার সংলগ্ন এলাকায় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি । মাথা ও সারা শরীরে মৌমাছির হুল বিঁধে যায় । আশেপাশের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন ।