পানীয় জল নেই,বারাবনিতে ভোট প্রচারে গিয়ে শুনলেন বিধান উপাধ্যায়

By

Published : Mar 10, 2021, 9:16 PM IST

thumbnail

গত দুই বারের বিধায়ক অথচ তার বিধানসভা এলাকাতেই গ্রামে এখনও মেটেনি পানীয় জলের সমস্যা । ভোটপ্রচারে গিয়ে গ্রামের বাসিন্দাদের কাছে সেই কথাই শুনতে হল বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়েকে । ২০১১ এবং ২০১৬ সালে পরপর নির্বাচিত হয়েছিলেন তিনি । বিধায়ক হিসেবে সুনামও রয়েছে তাঁর । সারাবছর বিভিন্ন গ্রামে ঘুরে বেরিয়ে মানুষজনের সমস্যার কথা শোনেন অথচ তার বিধানসভা এলাকাতেই পানীয় জলের অভাব, সেটা তিনি জানতেন না । আজ সারাদিন ধরে তিনি বারাবনির আমতলা, ইটাপাড়া এলাকায় নিজের প্রচারে গিয়ে জানতে পারেন ওই অঞ্চলে পানীয় জলের চরম সমস্যা । গ্রামে গিয়ে বাসিন্দাদের কাছে সমস্যার কথা শোনেন বিধান উপাধ্যায় । কিন্তু যেহেতু নির্বাচন বিরোধী চলছে তাই তিনি পানীয় জল এনে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেনি । শুধু ভোট দেওয়ার আবেদন করেছেন । এখন দেখার পানীয় জল না পাওয়া এই বাসিন্দারা আদৌ বিধান উপাধ্যায়কে পুনঃনির্বাচিত করেন কিনা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.