সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, রইল ভিডিয়ো - ROYAL BENGAL TIGER - ROYAL BENGAL TIGER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 10:19 PM IST

Updated : Jul 4, 2024, 10:28 PM IST

বর্ষার শুরুতে সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা ৷ বুধবার দুপুরে পর্যটকদের একটি দল দেউল ঘরানি জঙ্গলের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে দেখতে পায় ৷ বাঘটি দেউল ঘরানি জঙ্গলের কাছে নদীর পাড় দিয়ে হাঁটছিল ৷ বড়েমিঞাঁ ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ধীরগতিতে নদীর পাড়ে নেমে আসে এবং নদীতে ডুব দেয় ৷ 

এরপর খরস্রোতা নদীতে সাঁতার কেটে নদী পেরিয়ে হয় সুন্দরবনের রাজা ৷ সাঁতরে অপর পাড়ে উঠে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায় ৷ এমন বিরল দৃশ্য দেখতে পান সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা, তাও ভরা বর্ষাকালে ৷ সাধারণত, সুন্দরবনে বড়ে মিঞাঁর দেখা পাওয়া যায় না ৷ বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দেখা না-পেয়ে হতাশ হয়ে ফিরে যান ৷ তবে এবার ঘটল এক অন্য ঘটনা ৷ 

Last Updated : Jul 4, 2024, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.