thumbnail

রথের দিন প্রথা মেনে ধান রোপণ কামারপুকুর রামকৃষ্ণ মঠে - RATH YATRA 2024

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 5:33 PM IST

Updated : Jul 7, 2024, 7:36 PM IST

কামারপুকুর, 7 জুলাই: প্রথা মেনে রথের দিন হয় ধান রোপণ ৷ দীর্ঘদিন ধরে কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হয়ে আসছে এই প্রথা ৷ মঠে এই ধান রোপণ দেখতে সমাগম হয় বহু ভক্তের। প্রতিবছরের মতো এ’বছরও ভগবান রঘুবীরের জয়ধ্বনি তুলে, রীতি মেনে হুগলির গোঘাটের লক্ষ্মীজলাতে ধান রোপণ করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা ৷ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দজি মহারাজ জানান, প্রতিবছরের মতো এ’বছরও প্রথা মেনে ধান রোপণ শুরু হয়েছে ৷ সবাইকে সঙ্গে নিয়ে শুভ দিনে ধান রোপণ করা হল ৷

আজকের দিনে কেন ধান রোপণ ? এর নেপথ্যে রয়েছে সুন্দর এক ইতিহাস ৷ জানা যায়, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তাঁর বাল্যবন্ধু শুকলাল গোস্বামী এক বিঘা 10 ছটাক জমি দান করেছিলেন, যা 'লক্ষ্মী জলা' নামে পরিচিত ৷ সেই জমিতে ঠাকুর রামকৃষ্ণের বাবা কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথযাত্রার দিন ধান রোপণ করতেন ৷ তারপর অন্যান্য কৃষকেরা বাকি জমিতে চাষ করতেন। সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার এবং অথিতি আপ্যায়ন হত ৷ চিরাচরিত এই রীতিকে স্মরণে রেখে রথযাত্রার দিন কামারপুকুর মঠ ও মিশনের সন্ন্যাসীরা লক্ষ্মীজলাতে ধান রোপণ করেন ৷ ঐতিহ্যবাহী এই প্রথার সাক্ষী থাকেন অনেকেই ৷

Last Updated : Jul 7, 2024, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.