"আজ ব্রিগেড ইতিহাস গড়বে" বার্তা দিলেন আব্বাস সিদ্দিকী - Abbas Siddiqui

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 28, 2021, 2:25 PM IST

ঐতিহাসিক ব্রিগেড মঞ্চে ইতিমধ্যেই পা রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী ৷ ব্রিগেডে যোগ দেওয়ার আগে তিনি বললেন," আজ ঐতিহাসিক ব্রিগেডে বামপন্থীদের পাশাপাশি অন্যান্য দলের সমর্থকদেরও দেখা যাবে ৷ বিভিন্ন প্রান্ত থেকে তারা নিজেদের অধিকার আদায়ের উদ্দেশ্যে , বাংলা বাঁচানোর উদ্দেশ্যে ছুটে আসছেন ৷ " প্রশাসনকে ও ট্রাফিক পুলিশদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন,"কর্মীদের বাস যাতে সুষ্ঠুভাবে ব্রিগেডের মাঠে পৌঁছায় তার সহযোগিতা করবেন ৷ " " আজকের ব্রিগেড ইতিহাস গড়বে ৷ যা দীর্ঘদিন মানুষ মনে রাখবে ৷ " বার্তা দিলেন তিনি ৷ পাশাপাশি আজ ভাঙড়ে তাঁর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরূদ্ধে ৷ এপ্রসঙ্গে তাঁর বক্তব্য," মমতার সরকার মানুষের বাক স্বাধীনতা , মানুষের অধিকার যেভাবে কেড়ে নিচ্ছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট মারফৎ এর জবাব দেব ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.