বিজেপি নেতাদের গোবর জল খাওয়ানোর কথা বললেন রবীন্দ্রনাথ ঘোষ - cow dung mixed water
🎬 Watch Now: Feature Video
গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বিরোধীদের করলার জুস খাওয়ানোর কথা বলেছিলেন, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল । এবারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের করলার জুসের পরিবর্তে গোবর জল খাওয়াতে চান তিনি । নেতার এই বক্তব্যে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে গোটা জেলায় ।