যেখানে যাচ্ছে বিজেপির পরিবর্তনের টায়ার ফেটে যাচ্ছে, কটাক্ষ মদনের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
"যেখানে যাচ্ছে বিজেপির পরিবর্তনের টায়ার ফেটে যাচ্ছে ।" বারুইপুরে বললেন মদন মিত্র ৷ তৃণমূল নেতা আরও বলেন, "ফানুস হয়ে যাবে তারা । তৃণমূল কংগ্রেস রাজ্যে 250 আসন পেয়ে ক্ষমতায় আসবে ।" এদিন সভামঞ্চে নিজের 'কুমড়ো-গান' গেয়ে শোনান মদন মিত্র ৷