"ভ্যাকসিন চোর","টাকা মারা কম্পানির ডাক্তার" বলে তৃণমূল বিধায়ককে কটাক্ষ সায়ন্তনের - BJP
🎬 Watch Now: Feature Video
আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে "ভ্যাকসিন চোর","টাকা মারা কম্পানির ডাক্তার" বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ গতকাল আলিপুরদুয়ারের বাবুরহাট খোলা ময়দান অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার সমর্থনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা ও সায়ন্তন বসু ৷ জনসভা থেকে সায়ন্তন বসু বলেন,"আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী নিজেকে ডাক্তার বলেন ৷ আমি সাংবাদিকদের জিজ্ঞাসা করি উনি কীসের ডাক্তার ? একজন বলেন, "টাকা মারা কোম্পানির ডাক্তার" ৷ তাতে উনি পিএইচডিও করেছেন ৷ সঙ্গে ভ্যাকসিনও চুরি করেছেন ৷ " পালটা জবাবে আলিপুরদুয়ারের বিধায়ক বলেন," বাংলায় একটা প্রবাদ আছে ৷ পাগলে কি না বলে ছাগলে কি না খায় ৷ তাই কোন পাগলে-ছাগলে কী করল তা নিয়ে আমার বিবৃতি দেওয়ার কিছু নেই ৷ " পাশাপাশি, তাঁর বিরুদ্ধে তোলা এই অভিযোগ 24 ঘণ্টার মধ্যে প্রমাণ করার হুঁশিয়ারি দিয়েছেন আলিপুরের বিধায়ক ।