সিঙ্গুরে প্রার্থী নিয়ে অসন্তোষ নেই, দাবি দিলীপের - বিজেপি
🎬 Watch Now: Feature Video
অসন্তোষ নেই, আমাদের দলে গণতন্ত্র আছে । সিঙ্গুরে প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রার্থী ঘোষণার পর বহিরাগত প্রশ্নে হেস্টিংস থেকে হরিরামপুরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা ৷ সেই প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ বললেন, অসন্তোষ নেই, আমাদের দলে গণতন্ত্র আছে । নিজের কথা বলার অধিকার আছে । তাই অনেকের হয়ত প্রার্থী পছন্দ হয়নি, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে ৷ সবাই একসঙ্গে লড়াই করবে আগামী নির্বাচনে । নন্দীগ্রামে শুভেন্দুর সভায় গন্ডগোল প্রসঙ্গে তিনি বলেন, যারা গণতন্ত্র মানে না, যাদের দলে গণতন্ত্র নেই । তারা চাইছে না বাংলায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক ৷