যতটা পারি করি, ভগবান নই... মেজাজ হারালেন মমতা - গীতাঞ্জলি স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
গীতাঞ্জলি স্টেডিয়ামের সভায় ফের মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন উঠে দাঁড়ান । ব্যারিকেড পেরিয়ে এগিয়ে আসার চেষ্টা করেন । আর সঙ্গে সঙ্গে পুরুলিয়ার ঘটনার পুনরাবৃত্তি । বেশ চড়া সুরে বললেন, আর কয়েকদিন পরই ভোটের দিন ঘোষণা হবে। এখন এত চাইলে হবে না । যতটা পারি ততটা করি । আমি তো ভগবান নই ।" প্রশ্ন তোলেন, "কী দেওয়া হয়নি বলুন তো? সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী... সব সুবিধাই দেওয়া হচ্ছে । এরপরও ভোটের আগে যা ইচ্ছা কেন চাওয়া হচ্ছে?" পরে অবশ্য মেজাজ ঠান্ডা করেন তিনি ।