রানীগঞ্জে সায়নী ঘোষকে গো ব্যাক স্লোগান - Go back slogan to Saayoni Ghosh in Raniganj
🎬 Watch Now: Feature Video
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রানিগঞ্জে ভোট প্রচারে এলে গো ব্যাক স্লোগান ও জয় শ্রীরাম ধ্বনিতে বিরোধিতা করতে দেখা যায় ৷ চলে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সায়নী ঘোষের বিরোধীকারীদের বচসা । মাঝপথেই ভোট প্রচার বন্ধ করে ফিরে যেতে হয় সায়নী ঘোষকে । সায়নী ঘোষ বেরিয়ে যাওয়ার পর গ্রামের রাস্তায় গঙ্গার জল ছড়ায় । গঙ্গা জল দিয়ে ধোয়া হয় মন্দির ।