দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল : সুনীলের বিরুদ্ধে পোস্টার - বিজেপি নেতার নামে বিতর্কিত পোস্টার
🎬 Watch Now: Feature Video
এবার পোস্টার বিতর্কে জড়াল বিজেপি নেতা সুনীল মণ্ডলের নাম । সম্প্রতি ঘাসফুল ত্যাগ করে পদ্মে যোগ দিয়েছিলেন তিনি । গলসিতে তিনি 2011 সালে বিধায়ক হন ফরওয়ার্ড ব্লক থেকে । পরে দল বদলে তৃণমূলে আসেন । 2014 ও 2019 সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হন । আবার দলবদলে তিনি বিজেপিতে আসেন । তার এই দলবদলের জন্য বুদবুদের মানকর, কাঁকসা, গলসিতে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । বিষয়টির প্রসঙ্গে বর্ধমান সদরের তৃণমূলের জেলা সহ-সভাপতি মহম্মদ জাকির হোসেন বলেন, "এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয় ।"