দায়িত্ব পেয়ে খুশি ফাঁসিদেওয়া খড়িবাড়ির তৃণমূল প্রার্থী ছোটন কিস্কু - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10888280-thumbnail-3x2-ppooohty6778.jpg)
"দিদির সৈনিক হিসাবে কাজ করব ৷ এই বিরাট দায়িত্ব পেয়ে আমি খুশি ৷ জনসাধারণের জন্য কাজ করতে হবে ৷ কৃষকদের জন্য কাজ করতে হবে ৷ এলাকার স্বাস্থ্য , শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা করব ৷ " প্রার্থী তালিকা ঘোষণার পর এমনই জানালেন ফাঁসিদেওয়া খড়িবাড়ির তৃণমূলের প্রার্থী ছোটন কিস্কু । শিলিগুড়ি মহাকুমা পরিষদ এলাকায় কৃষকদের স্বার্থে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই টানা কাজ করে গিয়েছেন তিনি । ফলে ফাঁসিদেওয়া খড়িবাড়ি বিধানসভা কেন্দ্রে জোট শিবিরের বিরুদ্ধে তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।