উদ্দেশ্য "স্বার্থ সিদ্ধি", দলত্যাগীদের কটাক্ষ অরূপ রায়ের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
বাংলায় শান্তি ও উন্নয়নের ধারা বজায় থাকুক ৷ তারামায়ের কাছে প্রার্থনা অরূপ রায়ের ৷ গতকাল বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দেন তৃণমূল নেতা ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন," এই নির্বাচনে 225 আসনে জিতবে তৃণমূল কংগ্রেস ৷" পাশাপাশি দলত্যাগীদের প্রসঙ্গে বলেন, "যাঁরা রাজনীতি করতে আসেন, মূলত দু'টি লক্ষ্য নিয়ে আসেন । এক আদর্শ, দুই স্বার্থসিদ্ধি ৷ যাঁরা বিজেপিতে নাম লেখাচ্ছেন তাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই ওই সাম্প্রদায়িক দলে যোগ দিচ্ছেন ৷ এর কোনও প্রভাব পড়বে না দলে ৷ "