'খেলা হবে' নয় এবার 'রান্না হবে' স্লোগান মহিলা তৃণমূলের - New Slogan of TMC is 'RANNA HOBE'
🎬 Watch Now: Feature Video
বামেদের 'টুম্পা সোনা' যেমন হিট তেমনই ভোট বাজার কাঁপাচ্ছে বিজেপির 'পিসি যাও' প্যারোডি ৷ আর এসবই এসেছে তৃণমূলের 'খেলা হবে' স্লোগানের পর ৷ এবার 'খেলা হবে'-র পর নির্বাচনে মহিলা তৃণমূলের নতুন স্লোগান 'রান্না হবে'। 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপধ্যায়কে জয়ী করার লক্ষ্যেই এই স্লোগান ৷ জেলা তৃণমূল কার্যালয় বিধানভবনে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল সভাপতি সুস্মিতা সেনগুপ্ত বলেন, " 2014 সালে রাজ্যে ক্ষমতায় এলেও এই প্রথম তাঁরা রান্নাঘরকেই বেছে নিয়েছেন ৷ আর রান্নাঘর মহিলাদেরই ৷ এবারে 21 পদে রান্না করে আমরা 221 আসনে জয়লাভ করব"