"এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10384752-thumbnail-3x2-ddd.jpg)
সাধারণতন্ত্র দিবসের সকালে তারাপীঠে পুজো দিয়ে দিলীপ ঘোষ বললেন, "এবার 200 পার।" এর আগে তারাপীঠে পুজো দিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেছিলেন, এবার তৃণমূল পাবে 220 থেকে 230টি আসন । সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতে আগামী নির্বাচনে বিজেপি 200টির বেশি আসন পাবেন বলে জানালেন আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি ৷ মঙ্গলবার সকালে তারাপীঠে হোম যজ্ঞ করে পুজো দেন দিলীপ ঘোষ । পুজো দেওয়ার পর বলেন, "বাংলায় শান্তি ও সমৃদ্ধি আসুক । সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারেন । বাংলার উন্নতি হোক । বাংলার মানুষ যেন বাংলা ছেড়ে বাইরে না যান । এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম ।"