এবার বিজেপিই সরকার গড়বে, কৃষ্ণনগরে বললেন মুকুল - মুকুল রায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11131643-807-11131643-1616519087185.jpg)
নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব ৷ বললেন নদিয়া উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় । এদিন মুকুল রায়ের হাত ধরে কৃষ্ণনগরের 500 তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন ৷ মুকুল এদিন আরও বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে কেস দেওয়া হচ্ছে বিজেপি নেতা-কর্মীদের ৷ কিন্তু, শেষমেশ সরকারে আমরাই আসব ৷ নিশ্চিত ।