বোলপুরের এসডিপিও ও নানুরের ওসিকে না সরালে ধর্নায় বসবে বিজেপি, হুঁশিয়ারি সায়ন্তনের - sayantan basu
🎬 Watch Now: Feature Video
তিন দিনের মধ্যে বোলপুরের এসডিপিও ও নানুর থানার ওসিকে বদল না করলে ধর্নায় বসবে বিজেপি কর্মী-সমর্থকরা । নানুরে পথসভা করে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি বলেন, "বোলপুরের এসডিপিও ও নানুর থানার ওসি তৃণমূলের হয়ে কাজ করছেন । তাঁদের তিন দিনের মধ্যে না সরালে বিজেপি নেতা, কর্মীরা ধরনায় বসবেন ।" বিজেপি নেতা বলেন, "বীরভূমের এসপি শ্যাম সিংকে সরানো হয়েছে । কিন্তু তিনি এখনও বকলমে বীরভূম জেলা চালাচ্ছেন । আর বীরভূমের বর্তমান এসপির কোনও মেরুদণ্ড নেই ।"