ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড স্ট্রোকে টেনিস কোর্ট মাতালেন সায়ন্তিকা - প্রচারে গিয়ে টেনিস খেললেন সায়ন্তিকা
🎬 Watch Now: Feature Video
রাজনীতির ময়দানে নামার পর এবার খেলার মাঠেও নেমে পড়লেন বাঁকুড়ার তারকা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির জগতে আনকোরা হলেও প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন ৷ জোর গলায় বলেছেন 'খেলা হবে' ৷ প্রচারে বেরিয়ে সেই খেলার মাঠে নেমে পড়লেন সায়ন্তিকা ৷ সারাদিন বাঁকুড়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রচার সারার পর বাঁকুড়ার টাউন ক্লাবে লন টেনিসে মজলেন ৷ মারলেন ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড স্ট্রোক ৷