চিনকে যোগ্য জবাব দিতেই হবে, সরকারের পাশে আছি : অধীর - adhir ranjan choudhary pay Tribute
🎬 Watch Now: Feature Video
গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল কংগ্রেস নেতা অধীররঞ্জন চোধুরির । আজ বহরমপুরে মোমবাতি মিছিলে হাঁটেন তিনি । মিছিলে অংশ নেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী-সহ জেলা কংগ্রেসের নেতারা । মিছিল থেকে অধীরবাবু বলেন, চিনকে উপযুক্ত জবাব দিতে হবে । সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক -সবরকমভাবে চিনকে যোগ্য জবাব দিতে হবে । দেশের মানুষ এই দাবি তুলেছে । কংগ্রেস দলও একই দাবি রাখছে । এই ব্যাপারে দল কেন্দ্রীয় সরকারের পাশে আছে ।