Viral Video of Dhulian TMC Leader : জলের বদলে বিষ দেওয়ার হুমকি! ধুলিয়ানে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক - Viral Video of Dhulian TMC Town President
🎬 Watch Now: Feature Video
পরিশ্রুত পানীয় জলের দাবি করায় বিষ দিয়ে মারার হুমকির অভিযোগ ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতির বিরুদ্ধে ৷ দলীয় কর্মিসভার বৈঠকে এভাবেই মেজাজ হারিয়ে বিতর্কে ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম (Dhulian TMC Town President Mehboob Alam) ৷ আর তাঁর এই বক্তব্যের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video of Dhulian TMC Town President) ৷ তবে, চাপে পড়ে তৃণমূল টাউন সভাপতির সাফাই, তিনি নিজে বিষ খেয়ে মরে যাওয়ার কথা বলেছিলেন ৷ সূত্রের খবর, মাস তিনেক আগে মেহবুব আলম ধুলিয়ান পৌরসভার 1নং ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে সভা করছিলেন ৷ সেখানেই এক কর্মী ওয়ার্ডের পরিশ্রুত পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন ৷ প্রকাশিত ভিডিয়োতে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) মেহবুব আলমকে বলতে শোনা গিয়েছে, ‘‘পানির জায়গায় বিষ দিয়ে দেব ৷ বেশি কথা বলবেন না ৷’’ এখানেই থামেননি তিনি ৷ মেজাজ হারিয়ে মেহবুব আলমকে বলতে শোনা যায়, ‘‘পানির দরকার নেই, ভোটেরও দরকার নেই ৷’’ এই ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তার পরেই অস্বস্তিতে পড়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ৷