টাঙ্গন নদীর ভাঙনের গ্রাসে বিপর্যস্ত তীরবর্তী গ্রামগুলি - South Dinajpur
🎬 Watch Now: Feature Video
প্রতিবছরই নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা টাঙ্গন নদীর ভাঙনের শিকার হয় । প্রত্যেক বছর বর্ষার শুরুতেই টাঙ্গন নদীর তীরবর্তী গ্রামগুলিতে বসবাসকারী প্রায় সকলেই আতঙ্কে ভোগেন । দক্ষিণ দিনাজপুর জেলার 3 নম্বর এলাহাবাদ অঞ্চলের অন্তর্গত করোই কলোনি থেকে বর্খৈর কলোনি পর্যন্ত প্রায় ৫ কিমি গ্রামের চলাচলের একমাত্র রাস্তা বর্তমানে টাঙ্গন নদীর ভাঙনের গ্রাসে অবলুপ্তির পথে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন । ভিডিয়ো...