Corruption in road Construction : হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী - Corruption in road Construction
🎬 Watch Now: Feature Video
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলে রাস্তা নির্মানে দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী (villagers protest over poor quality road work ) । বালিয়া থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল দীর্ঘদিন । গত 1 মাস আগে রাস্তাটির সংস্কার করা হয় জেলা পরিষদের তরফে । রাস্তার সংস্কার হওয়ায় যাতায়াত সংক্রান্ত সমস্যা থেকে এবার রেহাই মিলবে এমনই ভেবেছিলেন স্থানীয়রা । কিন্তু, এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচের পরত ৷ এমনকি সামান্য টান দিলেই চাদরের মতো উঠে আসছে রাস্তার পিচ । যা নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । তাঁদের অভিযোগ যেভাবে রাস্তার কাজ হওয়ার কথা তার দশ শতাংশও কাজ হয়নি ৷ জনসাধারণকে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তার কাজ চলছে। মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন প্রশাসনিক কর্তারা । এ বিষয়ে, কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লাইলি বেগমের স্বামী জের মহম্মদ বলেন, "এই রাস্তাটি জেলা পরিষদের অধীনে । আমরা এবিষয়ে একাধিক বার জানিয়েছি ৷ দীর্ঘদিন বাদে রাস্তার কাজ হলেও তা ভাল হয়নি ।"