লরিতে আগুন, পুড়ল কয়েক লাখ টাকার তামাক পাতা - তামাক পাতা
🎬 Watch Now: Feature Video
আগুনে পুড়ে গেল কয়েক লাখ টাকার তামাক পাতা ৷ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুরের ঘটনা ৷ গতকাল সামসেরগঞ্জের ডাকবাংলা থেকে চাঁদপুর রোড হয়ে পাকুরের দিকে যাচ্ছিল তামাক পাতা বোঝাই একটি লরি । চাঁদপুর ব্রিজের কাছে এগারো হাজার ভোল্টের ওভারহেড তারে ঠেকে যায় তামাক পাতার বস্তা ৷ দুটি তারের ঘষায় আগুন লাগে ৷ যার জেরে পাতার বস্তাতেও আগুন ধরে যায় ৷ বড়সড় দুর্ঘটনা এড়াতে লরিটিকে তাড়াতাড়ি দু'কিলোমিটার দূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ অল্প সময়ের মধ্যেই পুড়ে নষ্ট হয়ে যায় কয়েক লাখ টাকার তামাক পাতা ৷ ভিডিয়ো ...
Last Updated : Jul 23, 2019, 2:53 PM IST