Tetultala Jagadhatri Puja : শাড়ি পরে পুরুষদের বরণ, 229 বছরের তেঁতুলতলার পুজোয় উপচে পড়ছে ভিড়
🎬 Watch Now: Feature Video
কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে তাঁর দেওয়ান দাতারাম সুর দুই বিধবা কন্যাকে নিয়ে গৌরহাটিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন ৷ প্রথমে পারিবারিক পুজো থাকলেও পরে কালের নিয়মে তা বারোয়ারি পুজোয় পরিণত হয় ৷ তৎকালীন সময়ে ভদ্রেশ্বরের গৌরহাটির এই এলাকাটি জঙ্গলাকীর্ণ ও ইংরেজদের ছাউনি থাকায় মহিলারা নিরাপত্তার অভাবে বাইরে বেরোতেন না ৷ তাঁরা অন্দরমহলেই থাকতেন ৷ কিন্তু মায়ের বরণ তো আর আটকে থাকতে পারে না ৷ তাই তখন থেকে পুরুষরাই বাড়ির মেয়েদের মতো শাড়ি পরে মাকে বরণ করা শুরু করেন ৷ সেই থেকেই আজ 229 বছরেও পুরুষদের বরণের এই রীতি চলে আসছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারিতে ৷ শুধুমাত্র পুুরুষদের এই বরণ দেখতেই এখনও বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই পুজোয় ৷