'রাজ্য সরকারের উদাসীনতা এবং ভুলের জন্য পাহাড়ের পর্যটন পিছিয়ে' অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর - রাজ্য সরকারের উদাসীনতায় পাহাড়ের পর্যটন পিছিয়ে
🎬 Watch Now: Feature Video
"রাজ্য সরকারের উদাসীনতা, ভুল নীতি, উপেক্ষার ফলেই পিছিয়ে রয়েছে দার্জিলিঙয়ের পর্যটন শিল্প।" শনিবার রাতে দার্জিলিঙে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এদিন বিকেলে পাহাড়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাড়ি চালক, ব্যবসায়ী, স্টেক হোল্ডার, হোটেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী।
TAGGED:
PRAHLAD PATEL ON STATE GOVT