তৈরি হবে কাটজুড়ি ডাঙা হল্ট স্টেশন, আশা বাঁকুড়ার - ২০২০-র বাজেট থেকে আশা বাঁকুড়ার
🎬 Watch Now: Feature Video
2016 থেকেই বাঁকুড়া শহরের কাটজুড়ি ডাঙা ও তার লাগোয়া এলাকার বাসিন্দারা একটি হল্ট স্টেশনের দাবি করে আসছেন । বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এর দূরত্ব প্রায় দুই কিলোমিটার । বাঁকুড়া সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকেও এখানকার দূরত্ব এক কিলোমিটার । মেডিকেল কলেজ বা বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়া রেলস্টেশনের দূরত্ব প্রায় আট কিলোমিটার । ফলে সমস্যার মুখে পড়ে মানুষ । এলাকার মানুষের এই দাবিকে সংসদে তোলেন সাংসদ সুভাষ সরকার । কয়েক মাস আগে এই রেলস্টেশনের দাবি কে সম্মতিও জানিয়েছে রেলমন্ত্রক । তবে এখনও পর্যন্ত কোনও অর্থ বরাদ্দ হয়নি বা কাজ শুরু হয়নি । স্থানীয়দের আশা এবারের বাজেটে তাঁদের দাবিকে স্বীকৃতি দেওয়া হতে পারে এবং স্টেশনের কাজ শুরু হতে পারে ।
Last Updated : Jan 30, 2020, 11:41 AM IST