কোরোনা আতঙ্ক উধাও, ভিড় হঠাতে দুর্গাপুরে লাঠিচার্জ পুলিশের - কোরোনা আতঙ্ক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6523760-thumbnail-3x2-dur.jpg)
কোরোনা আতঙ্ক রাজ্যজুড়ে ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাড়িতে থাকতে ৷ ভিড় এড়াতে ৷ গতকাল বিকেল 5টা থেকে রাজ্যের পৌর শহরগুলিতে জারি হয়েছে লকডাউন ৷ কিন্তু সরকারি নিষেধাজ্ঞাকে 'থোড়াই কেয়ার' বহু মানুষের ৷ সেইরকমই চিত্র ধরা পড়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজার সহ চণ্ডীদাস, আশিস মার্কেট, সেন মার্কেটসহ বিভিন্ন এলাকায় ৷ লকডাউন অমান্য করেই দেদার খোলা দোকানপাট । বাজার ভিড়ে ঠাসা । অগ্যতা পুলিশকে দেখা গেল লাঠিচার্জ করে মানুষকে ঘরে থাকার কথা জানান দিতে ৷