হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়া মহিলাকে উদ্ধার
🎬 Watch Now: Feature Video
নাগরাকাটা ব্লকের কুজি ডায়না নদীর ঘটনা । গত বুধবার হঠাৎই নদীর ধারে কাপড় কাচতে গিয়েছিলেন পম্পি শা নামে ওই মহিলা । হঠাৎ ভুটান থেকে নেমে আসা ওই খরস্রোতা নদীতে জল বেড়ে যায় । মাঝ নদীতে আটকে পড়েন পম্পি শা । নদীতে দাঁড়িয়েই চিৎকার জুড়ে দেন মহিলা । এরপর তাঁর চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী । স্থানীয় যুবক সুরজ ওরাও ও মিলন কার্জি জীবনের ঝুঁকি নিয়ে দড়ি নিয়ে নদীতে নেমে পড়ে । তাদের দেখাদেখি স্থানীয়রাও এগিয়ে আসে । খরস্রোতা নদীতে নেমে প্রাণে বাঁচান পম্পি শাকে । স্থানীয়রা কুর্নিশ জানান ওই দুই যুবককে ।