কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে সরল শিলিগুড়ির 2টি বাজার - মাক্স
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6866308-673-6866308-1587379586019.jpg)
শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার দু'টি বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে ৷ বড় এলাকায় যাতে দু'টি বাজারের কয়েকশো সবজি বিক্রেতা সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ সকালে মেলা গ্রাউন্ডে বাজার পরিদর্শনে যান জেলাশাসক এস পুন্যম বালম এবং পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । তাঁরা বলেন, মাস্ক ছাড়া এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না । পরিবারপিছু একজন করে যাতে বাজারে আসেন, তা সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে । অতিরিক্ত লোক বাজারে এলে ভিড় হলে সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে । বাজারে পুলিশ মোতায়েন থাকবে ।