পোলবায় ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় মৃত 2, আহত 3 - দিল্লিরোডে দূর্ঘটনায় মৃত দুই
🎬 Watch Now: Feature Video
পোলবায় সুগন্ধায় দিল্লিরোডে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা । দুর্ঘটনায় মৃত দুই, আহত তিনজন । গতকাল সন্ধ্যায় শ্রীরামপুর থেকে মগরার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি । গাড়িতে চালক সহ পাঁচজন আরোহী ছিলেন । ঘটনাস্থানে মৃত্যু হয় দু'জনের । আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া হাসপাতালে পাঠানো হয় । দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয় দিল্লি রোডে ।