যাওয়া-আসার পথে ... - রাজীব বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
কেউ বিধানসভা ভোটের আগে, কেউ বা আবার তারও আগে... মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ভিড়েছিলেন পদ্মবনে ৷ গা ভাসিয়ে ছিলেন গেরুয়া হাওয়ায় ৷ কিন্তু ভোটপর্ব শেষ হতেই মোহভঙ্গ ৷ অনেক হয়েছে... আর না ৷ এবার মানে মানে ঘরে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ৷ আর তাই এখন মুখে-মুখে মমতা-স্তুতি ৷ কেউ সফল হয়েছেন ৷ কেউ বা এখনও অপেক্ষায় ৷
Last Updated : Jun 27, 2021, 6:15 AM IST