জিপিএস খুলে ট্রাক ছিনতাই - GPS of the truck
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9958880-thumbnail-3x2-wb-pic.jpg)
ট্রাকের জিপিএস খুলে ফেলে এবং ড্রাইভার-খালাসিকে হাত পা বেঁধে রেখে ট্রাক নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা । যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনার পর ফের ট্রাক হাইজ্যাকের ঘটনা ঘটল ময়নাগুড়িতে । ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ । গতকাল ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।