লটারি কিং স্যান্টিয়েগো মার্টিনের কাছে 300 কোটি টাকার কাটমানি নিয়েছে তৃণমূল : অধীর - বহরমপুরের খবর
🎬 Watch Now: Feature Video
মোটা টাকা কাটমানির বিনিময়ে রাজ্যে ফের লটারি ব্যবসায় অনুমোদন দিয়েছে রাজ্য সরকার । এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । তিনি বলেন, "ভারতবর্ষের লটারি কিং স্যান্টিয়েগো মার্টিনের সঙ্গে 300 কোটি টাকার চুক্তি রয়েছে তৃণমূল সরকারের । আর এই চুক্তির বিনিময়েই বন্ধ হয়ে যাওয়া লটারির বেআইনি ব্যবসায় ফের জোয়ার এসেছে ।"