তৃণমূল বেশি দিন থাকলে পশ্চিমবঙ্গে আর হিন্দু মুখ্যমন্ত্রী হবে না : দিলীপ - পশ্চিমবঙ্গে আর হিন্দু মুখ্যমন্ত্রী হবে না
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10386294-332-10386294-1611647979595.jpg)
আজ রামপুরহাট চালধোয়ানি পাড়ায় বিজেপির চা চক্র অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য জেলা সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন," আগামী দিনে তৃণমূল আসলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না ৷ পশ্চিমবাংলা দেশ হয়ে যাবে। এখানেও অনুপ্রবেশকারী রোহিঙ্গা দাপিয়ে বেড়াবে ৷ আরও বেশিদিন চললে হিন্দু মুখ্যমন্ত্রী হবে না। তাই সময় থাকতে সচেতন হোন।" তিনি আরও বলেন, " আমাদের মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবাংলায় বিশাল উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে সেটা একমাত্র তৃণমূল পার্টি অফিস দেখলে বোঝা যায়।"