যশে সতর্কতা নিতে ট্রেনের চাকায় তালা, শান্তিপুরে খোলা হল স্টেশনের ফ্যান - রেলের চাকায় তালা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11892549-490-11892549-1621942835517.jpg)
নদিয়ার শান্তিপুরে ঘূর্ণিঝড় যশের আগাম প্রস্তুতি হিসেবে ট্রেনের চাকায় তালা পড়ল, খোলা হল স্টেশনের ফ্যান । আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক পর্যন্ত সর্বত্র চলছে সাবধানতা । গঙ্গার ভাঙন কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন সরকারি পদাধিকারীরা । প্রচারিত হয়েছে একাধিক কন্ট্রোল রুমের নম্বর । নদীয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেল তৎপরতা । প্লাটফর্মের উপর যাত্রীদের সুবিধার্থে টাঙানো ফ্যান ঝড়ের হাওয়ায় যাতে নষ্ট না হয় এবং বৈদ্যুতিক শর্টসার্কিট না-হতে পারে, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা । এ দিন প্লাটফর্মে থাকা প্রায় 32টি ফ্যান খোলা হয় রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ।
জাংশন স্টেশন হিসেবে অনেক ট্রেন থাকার কথা কারশেডে, কিন্তু সে গুলোকে আগেই স্থানান্তরিত করা হয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, হাওড়া, কাঁকুড়গাছি-সহ বিভিন্ন জায়গায় । লকডাউনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, তবুও স্টাফ স্পেশ্যাল ট্রেন দুটি শান্তিপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর এবং দু নম্বর প্লাটফর্মে রয়েছে । রেললাইন থেকে বায়ুপ্রবাহের ফলে যাতে কোনওভাবেই তা এগিয়ে যেতে পারে, তার জন্য চাকার তলায় কাঠের লোহা দেওয়া দেওয়া হচ্ছে। এ বাদেও রেললাইনের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা হচ্ছে ট্রেনের মূল অংশের । স্টেশন মাস্টার অচিন্ত্যকুমার রায় জানান, প্রতিটি চাকা অটোমেটিক লক করা থাকে , তবুও বাড়তি সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া।