যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন - কৃষকদের ডাকা বনধকে সমর্থন করতে সকাল থেকে যাদবপুরের রাস্তায় বাম নেতা
🎬 Watch Now: Feature Video
কৃষকদের ডাকা বনধের সমর্থনে সকাল থেকে যাদবপুরের রাস্তায় বাম নেতা-কর্মীরা । যাদবপুর স্টেশনে আপ ও ডাউন লাইনে অবরোধ করেন তাঁরা। সকাল 8টা 40 থেকে শুরু হয় অবরোধ ৷ প্রায় 40 মিনিট ধরে চলে। অপরদিকে, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর 8বি থেকে মিছিল বের হয় ৷ পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল।