ডোমজুড়ে রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ বামেদের - ট্রেড ইউনিউন ধর্মঘট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9667878-810-9667878-1606361819914.jpg)
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনে বামেদের রেল অবরোধ । সকাল সাড়ে সাতটা নাগাদ CPI(M) কর্মীরা লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন । আটকে পড়ে আমতা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন । ঘটনাস্থানে যায় রেলপুলিশ ।